অনেক ছোট বেলায় একটা জাভা গেম Winrar দিয়ে ওপেন করে গেম এর নাম Change করেছিলাম, সেখান থেকেই শুরু - HM Tamim এর সাক্ষাৎকার
লাইফ স্টোরি : আমরা জানি আপনার নাম “এইচ এম তামিম” এইখানে “এইচ এম” মিনিং কি ?
তামিম : হাসান/হুসাইন।
লাইফ স্টোরি : প্রথমে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে চাচ্ছিলাম...
তামিম : এডুকেটেড ইসলামিক ফ্যামিলি।
লাইফ স্টোরি : আপনার পড়ালেখা ? কোথায় পড়ছেন ?
তামিম : এইবার এইচ এস সি দিবো, ফরিদপুর সরকারী ইয়াসিন কলেজ থেকে(বিজ্ঞান বিভাগ)
লাইফ স্টোরি : আমরা যতটুকু জানি আপনার বর্তমানে ২ টা সাইট Hmtsoft.Com & ToolsMash.Com জানতে চাচ্ছি আপনি কিভাবে এইগুলা ম্যানেজ করেন ?
তামিম : আরো কয়েকটা ওয়েবসাইট আছে, ToolsMash Automated site, সো, বেশি কষ্ট করতে হয়না।
লাইফ স্টোরি : আপনার এই সাইট গুলোতে আপনার কি পার্টনার আছে ?
তামিম : না, আমি একা একা কাজ করতে ভালবাসি। নিজের কাজ নিজে করাই বেটার মনে করি।
লাইফ স্টোরি : প্রোগ্রামিং লাইফে আপনি কবে থেকে ?
তামিম : অনেক ছোট বেলায় একটা জাভা গেম Winrar দিয়ে ওপেন করে গেম এর নাম পরিবর্তন করেছিলাম, সেখান থেকেই শুরু। সত্যিকার প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ ২০১২ এর দিকে শিখতে শুরু করি।
লাইফ স্টোরি : আপনি এখন পর্যন্ত কি কি শিখলেন ? কি কি জানেন ?
তামিম : সব পোগ্রামিং ল্যাংগুয়েজই মামা-ভাগিনা, একটা পারলে সব পারা যায়। এমনি পিএইচপি, জাভাস্ক্রিপ্ট এ ভাল ধারনা আছে সাথে জাভা, সি++ এ ধারণা আছে, পাইথন এও হালকা ধারণা আছে, সিম্বিয়ান এ সিই প্রক্সি (CE Proxy, Free Internet Tool) মডিফাই করার সময় শিখেছিলাম।
লাইফ স্টোরি : বেশি পছন্দের কোনটা এবং কোনটাতে কাজ করে বেশি স্বাচ্ছন্দ্য মনে করেন..?
তামিম : পিএইচপি এবং জাভাস্ক্রিপ্ট। কারণ আমি সবসময় এগুলা নিয়াই আমার ওয়েবসাইটে কাজ করেছি।
লাইফ স্টোরি : আমরা যতটুকু জানি আপনি তো আগে ট্রিকবিডি আর রানা ভাইয়ের সাথে কাজ করতেন।এখনও কি করেন?
তামিম : কাজ করতাম বলতে টিম আকারে ছিলাম, এখন আগের চেয়ে ক্লোজ আর ফ্রেন্ডলি, কিন্তু দুইজনের একজনও আর ফ্রি নেট নিয়ে কাজ করি না।
লাইফ স্টোরি : আপনাদের ফেইবুকে খুবই পরিচিত একটা গ্রুপ ছিলো BD Net Hacker নামে।ওটা কি এখনও আছে..?
তামিম : হ্যাঁ, তবে এখন আগের মত একটিভ নেই, কারণ এখন ফ্রি নেট আর নেই।
লাইফ স্টোরি : আপনার পার্সোনাল লাইফ সম্পর্কে জানতে চাচ্ছি। আপনার লাইফ এর কিছু ভাল মুহুর্ত , আর খারাপ মুহুর্ত শেয়ার করেন যদি...
তামিম : পার্সোনাল লাইফে আব্বু আম্মু খুশি হলেই আমি খুশি। খারাপ মুহূর্ত হলো যখন পরাপর ৪-৫ জন স্যার আসে।
লাইফ স্টোরি : আপনি লাইফ এ কি হতে চান? কি করতে চান ?
তামিম : CSE নিয়ে পড়ালেখা করার ইচ্ছা আছে। কিন্তু ভবিষ্যতে কারো কোম্পানিতে কাজ করব না, নিজে কোম্পানি বানিয়ে সেখানে নিজে কাজ করব।
লাইফ স্টোরি : সরকার প্রোগ্রামিং শিখানোর জন্য আইসিটি নামে একটা বিষয় চালু করছে, আপনার কী মনে হয়, এটা কোন লেভেলের বা গ্রেডের ছাএছাএীদের জন্য প্রযোজ্য?
তামিম : আইসিটি সাবজেক্ট টা দেয়া সরকারের ভালো সিদ্ধান্তগুলোর একটি। মন দিয়ে পডলে যেকেউই পারবে। যদিও C++ এ সাধারণ ছাত্র-ছাত্রীদের প্রথমে বুঝতে হাল্কা প্রব্লেম হতে পারে।
লাইফ স্টোরি : আপনার ICT বই কেমন লাগে, কেমন বুঝেন?
তামিম : আইসিটি বই আমার অনেক ভালো লেগেছে। প্রথম বই কেনার পরপরই পড়েছিলাম, মধ্যের দুইটা অধ্যায় বাদে সব একবার পড়েছিলাম, এরপর আর ঐগুলা পড়িনি, টেস্ট পরীক্ষায় ৮৬ আসছিল আইসিটিতে যদিও পরীক্ষার আগের কিছুই পড়ছিলাম না।
লাইফ স্টোরি : আপনার মতে যারা নতুন করে প্রোগ্রামিং শিখতে চায় তাদের কি করা উচিৎ ?
তামিম : প্রথমত গুগল সার্চিং কিভাবে করতে হয় তা জানা তারপর ইন্টারনেট এ ব্লগ আর্টিকেল পড়া ভালো, এরপর কোন কোর্স করতে পারলে আরো ভালো, ইউটিউব এর ভিডিও গুলাও কার্যকর।
লাইফ স্টোরি : অনলাইনে সফলতার সংজ্ঞাটা আপনি কিভাবে দিবেন.??
তামিম : সফলতা পাওয়া সহজ নয়, ওয়েব ডেবেলপার দের লক্ষ্য থাকা দরকার একটি User এবং SEO Friendly সাইট ডেভেলোপ করা, হাই কোয়ালিটির কন্টেন্ট থাকলে সাকসেস তার পিছনে দৌড়াবে।
লাইফ স্টোরি : আপনার লাইফ এর আইডল কে ? আপনি কাকে ফলো করেন ?
তামিম : আইডল এবং ফলোয়ার হিসেবে আমি নিজেই নিজেকে ফলো করি, কারণ আমার নিজের থেকে নতুন কোন কিছু করার চেষ্টা করি।
লাইফ স্টোরি : অনলাইনে অনেকেই দেয়া যায় নিজের কেরিয়ার গঠন করছে।আপনার এ বিষয়ে মতবাদ কি..? এটা কতটুকু সফলদায়ক..?
তামিম : আমার মতে রিয়েল লাইফ এর কোন পার্মানেন্ট জব এর সাথে অনলাইনে কাজ করা বেটার, কারণ অনলাইনে ইনকাম এর কোন গ্যারান্টি নেই। তবে হাঁ,অনলিন থেকে প্রচুর ইঙ্কাম করা যায়।
লাইফ স্টোরি : আপনি ব্লগিং করতে পছন্দ করেন ?
তামিম : হ্যাঁ, মানুষকে হেল্প করেতে এবং শেখাতে ভালোবাসি।
লাইফ স্টোরি : আপনার বেস্ট ফ্রেন্ড কে ?
তামিম : তারিকুল ইসলাম আকাশ, আমার স্কুলের ক্লাসমেট।
লাইফ স্টোরি : আমাদের জানা মতে সামনে আপনার এইস এস সি পরীক্ষা , তো আপনার প্রিপারেশন কেমন ?
তামিম : মোটামুটি ভালোই, দেখা যাক, পিজিক্স নিয়ে হাল্কা টেনশনে আছি, I hate this subject (কোন ইন্টারেস্ট নাই)
লাইফ স্টোরি : আপনার ফ্যামিলি জানে ? যে আপনি প্রোগ্রামিং করেন ?
তামিম : হ্যাঁ এবং তারা গর্বিত, আমার রিলেটিভরাও আমাকে সাপোর্ট করে, চালিয়ে যেতে বলে।
লাইফ স্টোরি : ফ্যামিলি থেকে কেমন সাপোর্ট পান ?
তামিম : তারা বলেন যে, চালিয়ে যাও কিন্তু পড়ালেখা আগে।
লাইফ স্টোরি : অনলাইন লাইফ এ এই পর্যন্ত আপনার আর্ন কত ?
তামিম : ৯ লাখ এর মত, ২০১৫ এর তুলনায় ২০১৬ তে বেশি।
লাইফ স্টোরি : আমাদের সম্পর্কে আপনি কিছু বলতে চান ? আমাদের কাজ সম্পর্কে ?
তামিম: চালিয়ে যাও , সাক্ষাত্কার গুলো থেকে সাধারণ মানুষ অনেক কিছু শিখতে পারবে এবং অনুপ্রাণিত হবে। আস্তে আস্তে বুঝতে পারবে কি ধরনের প্রশ্ন করলে বেশি ভাল হয়।
লাইফ স্টোরি : ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য.
তামিম : মোস্ট ওয়েলকাম। :)
ফেইসবুকে আমাদের সাইট ও গিকদের স্টোরি পেতে লাইক দিন আমাদের ফেসবুক পেইজে , আপনাদের কি জানার থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পাড়েন ফেইসবুক পেইজ এর মাধ্যমে
"ছোট বেলায় একটা জাভা গেম Winrar দিয়ে ওপেন করে গেম এর নাম Change করেছিলাম, সেখান থেকেই শুরু।" - HM Tamim
লাইফ স্টোরি : আমরা জানি আপনার নাম “এইচ এম তামিম” এইখানে “এইচ এম” মিনিং কি ?
তামিম : হাসান/হুসাইন।
লাইফ স্টোরি : প্রথমে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে চাচ্ছিলাম...
তামিম : এডুকেটেড ইসলামিক ফ্যামিলি।
লাইফ স্টোরি : আপনার পড়ালেখা ? কোথায় পড়ছেন ?
তামিম : এইবার এইচ এস সি দিবো, ফরিদপুর সরকারী ইয়াসিন কলেজ থেকে(বিজ্ঞান বিভাগ)
লাইফ স্টোরি : আমরা যতটুকু জানি আপনার বর্তমানে ২ টা সাইট Hmtsoft.Com & ToolsMash.Com জানতে চাচ্ছি আপনি কিভাবে এইগুলা ম্যানেজ করেন ?
তামিম : আরো কয়েকটা ওয়েবসাইট আছে, ToolsMash Automated site, সো, বেশি কষ্ট করতে হয়না।
লাইফ স্টোরি : আপনার এই সাইট গুলোতে আপনার কি পার্টনার আছে ?
তামিম : না, আমি একা একা কাজ করতে ভালবাসি। নিজের কাজ নিজে করাই বেটার মনে করি।
লাইফ স্টোরি : প্রোগ্রামিং লাইফে আপনি কবে থেকে ?
তামিম : অনেক ছোট বেলায় একটা জাভা গেম Winrar দিয়ে ওপেন করে গেম এর নাম পরিবর্তন করেছিলাম, সেখান থেকেই শুরু। সত্যিকার প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ ২০১২ এর দিকে শিখতে শুরু করি।
লাইফ স্টোরি : আপনি এখন পর্যন্ত কি কি শিখলেন ? কি কি জানেন ?
তামিম : সব পোগ্রামিং ল্যাংগুয়েজই মামা-ভাগিনা, একটা পারলে সব পারা যায়। এমনি পিএইচপি, জাভাস্ক্রিপ্ট এ ভাল ধারনা আছে সাথে জাভা, সি++ এ ধারণা আছে, পাইথন এও হালকা ধারণা আছে, সিম্বিয়ান এ সিই প্রক্সি (CE Proxy, Free Internet Tool) মডিফাই করার সময় শিখেছিলাম।
লাইফ স্টোরি : বেশি পছন্দের কোনটা এবং কোনটাতে কাজ করে বেশি স্বাচ্ছন্দ্য মনে করেন..?
তামিম : পিএইচপি এবং জাভাস্ক্রিপ্ট। কারণ আমি সবসময় এগুলা নিয়াই আমার ওয়েবসাইটে কাজ করেছি।
লাইফ স্টোরি : আমরা যতটুকু জানি আপনি তো আগে ট্রিকবিডি আর রানা ভাইয়ের সাথে কাজ করতেন।এখনও কি করেন?
তামিম : কাজ করতাম বলতে টিম আকারে ছিলাম, এখন আগের চেয়ে ক্লোজ আর ফ্রেন্ডলি, কিন্তু দুইজনের একজনও আর ফ্রি নেট নিয়ে কাজ করি না।
লাইফ স্টোরি : আপনাদের ফেইবুকে খুবই পরিচিত একটা গ্রুপ ছিলো BD Net Hacker নামে।ওটা কি এখনও আছে..?
তামিম : হ্যাঁ, তবে এখন আগের মত একটিভ নেই, কারণ এখন ফ্রি নেট আর নেই।
লাইফ স্টোরি : আপনার পার্সোনাল লাইফ সম্পর্কে জানতে চাচ্ছি। আপনার লাইফ এর কিছু ভাল মুহুর্ত , আর খারাপ মুহুর্ত শেয়ার করেন যদি...
তামিম : পার্সোনাল লাইফে আব্বু আম্মু খুশি হলেই আমি খুশি। খারাপ মুহূর্ত হলো যখন পরাপর ৪-৫ জন স্যার আসে।
লাইফ স্টোরি : আপনি লাইফ এ কি হতে চান? কি করতে চান ?
তামিম : CSE নিয়ে পড়ালেখা করার ইচ্ছা আছে। কিন্তু ভবিষ্যতে কারো কোম্পানিতে কাজ করব না, নিজে কোম্পানি বানিয়ে সেখানে নিজে কাজ করব।
লাইফ স্টোরি : সরকার প্রোগ্রামিং শিখানোর জন্য আইসিটি নামে একটা বিষয় চালু করছে, আপনার কী মনে হয়, এটা কোন লেভেলের বা গ্রেডের ছাএছাএীদের জন্য প্রযোজ্য?
তামিম : আইসিটি সাবজেক্ট টা দেয়া সরকারের ভালো সিদ্ধান্তগুলোর একটি। মন দিয়ে পডলে যেকেউই পারবে। যদিও C++ এ সাধারণ ছাত্র-ছাত্রীদের প্রথমে বুঝতে হাল্কা প্রব্লেম হতে পারে।
লাইফ স্টোরি : আপনার ICT বই কেমন লাগে, কেমন বুঝেন?
তামিম : আইসিটি বই আমার অনেক ভালো লেগেছে। প্রথম বই কেনার পরপরই পড়েছিলাম, মধ্যের দুইটা অধ্যায় বাদে সব একবার পড়েছিলাম, এরপর আর ঐগুলা পড়িনি, টেস্ট পরীক্ষায় ৮৬ আসছিল আইসিটিতে যদিও পরীক্ষার আগের কিছুই পড়ছিলাম না।
লাইফ স্টোরি : আপনার মতে যারা নতুন করে প্রোগ্রামিং শিখতে চায় তাদের কি করা উচিৎ ?
তামিম : প্রথমত গুগল সার্চিং কিভাবে করতে হয় তা জানা তারপর ইন্টারনেট এ ব্লগ আর্টিকেল পড়া ভালো, এরপর কোন কোর্স করতে পারলে আরো ভালো, ইউটিউব এর ভিডিও গুলাও কার্যকর।
লাইফ স্টোরি : অনলাইনে সফলতার সংজ্ঞাটা আপনি কিভাবে দিবেন.??
তামিম : সফলতা পাওয়া সহজ নয়, ওয়েব ডেবেলপার দের লক্ষ্য থাকা দরকার একটি User এবং SEO Friendly সাইট ডেভেলোপ করা, হাই কোয়ালিটির কন্টেন্ট থাকলে সাকসেস তার পিছনে দৌড়াবে।
লাইফ স্টোরি : আপনার লাইফ এর আইডল কে ? আপনি কাকে ফলো করেন ?
তামিম : আইডল এবং ফলোয়ার হিসেবে আমি নিজেই নিজেকে ফলো করি, কারণ আমার নিজের থেকে নতুন কোন কিছু করার চেষ্টা করি।
লাইফ স্টোরি : অনলাইনে অনেকেই দেয়া যায় নিজের কেরিয়ার গঠন করছে।আপনার এ বিষয়ে মতবাদ কি..? এটা কতটুকু সফলদায়ক..?
তামিম : আমার মতে রিয়েল লাইফ এর কোন পার্মানেন্ট জব এর সাথে অনলাইনে কাজ করা বেটার, কারণ অনলাইনে ইনকাম এর কোন গ্যারান্টি নেই। তবে হাঁ,অনলিন থেকে প্রচুর ইঙ্কাম করা যায়।
লাইফ স্টোরি : আপনি ব্লগিং করতে পছন্দ করেন ?
তামিম : হ্যাঁ, মানুষকে হেল্প করেতে এবং শেখাতে ভালোবাসি।
লাইফ স্টোরি : আপনার বেস্ট ফ্রেন্ড কে ?
তামিম : তারিকুল ইসলাম আকাশ, আমার স্কুলের ক্লাসমেট।
লাইফ স্টোরি : আমাদের জানা মতে সামনে আপনার এইস এস সি পরীক্ষা , তো আপনার প্রিপারেশন কেমন ?
তামিম : মোটামুটি ভালোই, দেখা যাক, পিজিক্স নিয়ে হাল্কা টেনশনে আছি, I hate this subject (কোন ইন্টারেস্ট নাই)
লাইফ স্টোরি : আপনার ফ্যামিলি জানে ? যে আপনি প্রোগ্রামিং করেন ?
তামিম : হ্যাঁ এবং তারা গর্বিত, আমার রিলেটিভরাও আমাকে সাপোর্ট করে, চালিয়ে যেতে বলে।
লাইফ স্টোরি : ফ্যামিলি থেকে কেমন সাপোর্ট পান ?
তামিম : তারা বলেন যে, চালিয়ে যাও কিন্তু পড়ালেখা আগে।
লাইফ স্টোরি : অনলাইন লাইফ এ এই পর্যন্ত আপনার আর্ন কত ?
তামিম : ৯ লাখ এর মত, ২০১৫ এর তুলনায় ২০১৬ তে বেশি।
লাইফ স্টোরি : আমাদের সম্পর্কে আপনি কিছু বলতে চান ? আমাদের কাজ সম্পর্কে ?
তামিম: চালিয়ে যাও , সাক্ষাত্কার গুলো থেকে সাধারণ মানুষ অনেক কিছু শিখতে পারবে এবং অনুপ্রাণিত হবে। আস্তে আস্তে বুঝতে পারবে কি ধরনের প্রশ্ন করলে বেশি ভাল হয়।
লাইফ স্টোরি : ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য.
তামিম : মোস্ট ওয়েলকাম। :)
ফেইসবুকে আমাদের সাইট ও গিকদের স্টোরি পেতে লাইক দিন আমাদের ফেসবুক পেইজে , আপনাদের কি জানার থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পাড়েন ফেইসবুক পেইজ এর মাধ্যমে


সুন্দর হয়েছে । তবে 'BD Net Hacker' গ্রুপটা আবারও চালু হয়ে উঠেছে । ফ্রী নেট নেই তাই বলে কি সাহায্য করা বন্ধ হয়ে যাবে ?
ReplyDeleteআশা করি চালু হবে।। :D
Deleteগ্রুপ বর্তমানে চালু-ই আছে :)
ReplyDelete