কাজী নিপুর সাক্ষাৎকার
কাজী নিপু , ফেইসবুকের পরিচিত একটি মুখ , উনার সাথে আমাদের টিমের সাক্ষাতকার
লাইফ স্টোরি : আপনি বর্তমানে থাকেন কোথায়.?
কাজী নিপু : বাসায় থাকি
লাইফ স্টোরি :অনলাইন একটিভিটজ গুলা শুরু করেন কবে থেকে..?
কাজী নিপু : ২০০৭ থেকে ৯ পর্যন্ত ইউটিউবে মুভি আর গুগলে পর্ন সার্চ করতাম। তখন থেকে এক্টিভিটি শুরু। ফেসবুক আইডি খুলি ২০০৭ এ। কিন্তু চালানো বুঝতাম না। ২০০৯ এ নতুন আইডি বানিয়ে ফেসবুক আর টুইটার একসাথে শুরু করি।
লাইফ স্টোরি :আমরা সবাই জানি আপনার পাগলা গ্রুপ নামে একটা গ্রুপ ছিলো।তো পাগলা গ্রুপ কবে এবং কেনো চালু করেছিলেন.?
কাজী নিপু : ২০০৯ এ চালু করি। তখন আমার লিস্টে ছিলো মাত্র তিনজন। সামির শিকদার টিপু, তুষার আরমান এবং পাইলট রোবায়াত খান। আমরা চারজন মিলে শুরু করি। চারজনই তখন ফেসবুকে নতুন। কোনো একটা কারণে রোবায়াত ভাই এবং তার ওয়াইফকে কয়েকটা আইডি থেকে গালাগালি করা হচ্ছিলো। তাদের প্রোটেক্ট করতে আমরা দলবেধে এন্টিপার্টিদের প্রতিহত করা শুরু করি। এটাই শুরুর গল্প।
লাইফ স্টোরি : পাগলা গ্রুপ বন্ধ হয়ে যাওয়ার কারণ কি..? এবং পাগলা গ্রুপের মেম্বারা এখন কোথায়.?
কাজী নিপ : ছেলেমানুষী করার বয়স শেষ বলেই গ্রুপ ছুড়ে ফেলে দিয়েছি। মেম্বাররা তাদের বাসায়।
লাইফ স্টোরি : কুয়াশা নামের একজনকে আপনি আপনার ছোট ভাই বলতেন।ওনি এখন কোথায় আছে।
কাজী নিপু : বাসায়
লাইফ স্টোরি : আমরা সবাই জানি আপনি ফেইসবুকে নিজের ছবি দেন না। বেশ কিছুদিন আগে আপনার কিছু ছবি ফেইসবুকে প্রকাশ পায়।এগুলা কি সত্য.? আপনার মতামত কি.?
কাজী নিপু : সব সত্য না। কিছু সত্য
লাইফ স্টোরি : তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে ছবিগুলা ফেইসবুকে লিক হয়েছিলো সেগুলো সত্য..?
কাজী নিপু : সব সত্য নয়। কিছু সত্য। যেহেতু কেউই দুধে ধোয়া তুলসিপাতা নয়
লাইফ স্টোরি : ছারপোকা এক্সপ্রেস কবে প্রতিষ্ঠা করেন এবং এটার কাজ কি..?
কাজী নিপু : এটা আমার সবচেয়ে ছোট এবং জনপ্রিয়তার অভাবে মুখ থুবড়ে পড়া সেলফ ডিপেন্ডেন্ট একটা ওয়ার্ক প্লাটফর্ম।
লাইফ স্টোরি : এতিমদের জন্য গড়ে ওঠা ছারপোকা এক্সপ্রেস কি এখন একটিভ আছে..?
কাজী নিপু : হ্যাঁ একটিভ আছে আমরা , আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকেই কোনো না কোনোরকম ভাবে এতিম বা দুস্থদের জন্য কিছু করার চেষ্টা করে। আমি সেটা ব্যক্তিগতভাবেই করি। তবে ব্যানারটা ইউজ করি ছারপোকার। এটা আমার একার খরচে চলে। ছারপোকার অনলাইন মার্কেটপ্লেস নির্মাণের কাজ চলছে। ব্রাক এর অফিসিয়াল পেজ থেকে মার্কেটপ্লেস উদ্ভোদনের ঘোষণা আসবে শীঘ্রই।
লাইফ স্টোরি :কুয়াশা ভাইকে আপনে পেলেন কিভাবে..? ফেইসবুকে..?
কাজী নিপু : না। বাসার সামনে
লাইফ স্টোরি : ভবিষ্যতে কি পুরাতন কাজী নিপুকে ফিরে পাওয়া যাবে..?
কাজী নিপু : কাজী নিপু কোনো মহামানব না যে তার উপস্থিতি থাকাই লাগবে।
লাইফ স্টোরি : পাগলা গ্রুপ পরিচালনা করার জন্য কি আপনি আপনার গ্রুপ মেম্বারদের কাছ থেকে টাকা নিতে.??
কাজী নিপু : না।
লাইফ স্টোরি : বর্তমানে আপনি কি করেন.?
কাজী নিপু : আগে পরিবহণ সেক্টরের সাধারণ সম্পাদক ছিলাম। খুবই নিম্মমানের চাকরী। ওটা ছেড়ে ঘুষ দিয়ে জার্মান এম্বাসিতে জব নিয়েছিলাম। ফেসবুকে স্ক্যান্ডাল ছড়ানোর পর তৃতীয়দিন চাকরীটা চলে গেছে। এখন বেকার যুবক বলা যায়। তবে শখের বসে একটা রেকর্ড লেবেলে যাতায়াত করি।
লাইফ স্টোরি : আপনি তো ফেইসবুকে ছবি দিতেন না। তো জানতে চাচ্ছিলাম রেডি ললিপপ এর অনুস্টান এ তানজিম আর ফাহিম এর সাথে আসার কোন কারণ ছিল?
কাজী নিপু : ছবি ফাঁস করার জন্যই গিয়েছিলাম
লাইফ স্টোরি : এতো দিন নিজের ছবি না করে প্রকাশ না হঠাৎ রেডিও অনুষ্ঠানে গিয়ে প্রকাশ করার কারণ কি..?
কাজী নিপু : টিভি প্রোগ্রামে ডাকেনা। তাই রেডিও প্রোগ্রামে গিয়েছি। আর ছবি তো কোনো বড় ফ্যাক্ট না। আমি তো আর টেররিস্ট না যে ছবি দিতে আমার সমস্যা হবে। আগেই তো বললাম ছেলেমানুষীর দিন শেষ্য। সামনে বিয়েশাদি করবো। বাচ্চা কাচ্চা হবে। বাচ্চা কোলে নিয়ে পিক তুলবো। অনেক ব্যাপার স্যাপার আছে। আগে থেকে প্রাকটিস করে নেয়া ভালো
লাইফ স্টোরি : পাগলা গ্রুপ আবার ব্যাক করার সম্ভাবনা আছে.? বা নতুন করে কিছু করার প্ল্যান আছে নাকি..?
কাজী নিপু : অনলাইনের ধারেকাছে থাকারো ইচ্ছা আমার নাই। ব্যক্তিগত জীবন নিয়েই বিজি আছি।
লাইফ স্টোরি : ব্যাক্তিগত ক্যারিয়ার নিয়ে ভবিষ্যতে কি করার ইচ্ছা আছে..?
কাজী নিপু : ভবিষ্যত সর্বদাই অনিশ্চিত
লাইফ স্টোরি : আরিফ আর হোসাইন কে দেখা যতো আপনাকে নিয়ে স্টেটাস দিতেন।ওনার সাথে আপনার সম্পর্ক কি.??
কাজী নিপু : কোনো সম্পর্ক নেই
লাইফ স্টোরি : Arif R Hossain কি আপনাকে কোনভাবে চিনতো..?
কাজী নিপু : না। আমি তার লেভেলের কেউ না। চেনাজানার প্রশ্নই আসে নাহ
লাইফ স্টোরি : অনলাইন লাইফ এর আপনার সবচেয়ে বড় পাওয়া কি?
কাজী নিপু : ব্লক !
লাইফ স্টোরি : কে কে ব্লক দিচে আপনাকে?
কাজী নিপু : দেয়ার মত একজন দিলেই যথেষ্ট
লাইফ স্টোরি : আপনার ফেইসবুক আইডি অফ রাখার কারণ জানতে পারি?
কাজী নিপু : কারণ আমি নিজেও জানিনা
লাইফ স্টোরি : আপনার কাছে সফল হওয়ার মূলমন্তর কি..? ত্যাগ নাকি তেজ..?
কাজী নিপু : আশা
লাইফ স্টোরি : একটা মেয়ের সাথে আপনার একটা ছবি দিয়েছিলেন একসময়। ওই মেয়েটার আপনার সত্যিকার অর্থে কি হয়.??
কাজী নিপু : উনার উত্তর ছিল গান শুনেন [ https://www.youtube.com/watch?v=fnITaVRRYxk ] গানটার মিনিং আমি ধরতে পারি নাই , সবাই শুনবেন , শুনে যদি কিছু বুঝেন কমেন্ট করবেন ।
লাইফ স্টোরি : আমাদের সম্পর্কে আপনি কিছু বলতে চান ? আমাদের কাজ সম্পর্কে , লাইফ স্টোরিকে কিছু বলবেন ? আমারা কিভাবে কি করতে পারি ?
কাজী নিপু : 'It was all falling down
and a long way from cheap
So tell me why did we live
where we lived...'
Dedicated to you guys
ফেইসবুকে আমাদের সাইট ও গিকদের স্টোরি পেতে লাইক দিন আমাদের ফেসবুক পেইজে , আপনাদের কিছু জানার থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফেইসবুক পেইজ এর মাধ্যমে


No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.