চেষ্টা করেন , আপনার সাফল্য আপনাকে ছেড়ে কোথাও যাবে না।
Name : Md Touhid
Leet Name : Powerin10
Software Engineer of CoderHand &
One of Bangladeshi top level Hacker & Programmer
লাইফ স্টোরি : আসসালামু আলাইকুম ভাইয়া
তৌহিদ : ওয়ালাইকুম আসসালাম
লাইফ স্টোরি : কেমন আছেন?
তৌহিদ : জ্বী ভালো।
লাইফ স্টোরি : আপনার Leet name তো Powerin10. তো জানতে চাচ্ছি এই নামটা কেনো দিলেন?
তৌহিদ : দশজন বন্ধু ছিলাম আমরা।২০১০ সালে হ্যাকিং এর সাথে জরিত হওয়ারপর leet name হিসেবে এটাই দিলাম
লাইফ স্টোরি : আপনার ঐ দশজন বন্ধুও কি হ্যাকিং এর সাথে জড়িত ছিল?
তৌহিদ : তখন সবাই একসাথে শুরু করছিলাম।এখনও আছে কেউ কেউ।
লাইফ স্টোরি : আপনারা গ্রুপ হিসেবে কাজ করতেন নাকি আলাদা আলাদা.?
তৌহিদ : আলাদা আলাদা।যার যেটা ভালো লাগতো সে সেটা নিয়ে কাজ করতো।
লাইফ স্টোরি : বর্তমানে আপনি কোথায় থাকেন?
তৌহিদ : চট্রগ্রামে ।
লাইফ স্টোরি : আপনার জেলা শহরও কি চট্রগ্রাম?
তৌহিদ : না,খুলনায়।
লাইফ স্টোরি : হ্যাকিং এর সাথে জড়িত হলেন কিভাবে.?
তৌহিদ : প্রধানত একটা কোম্পানিতে জব করতাম আইটি ইন্জিনিয়ার হিসেবে।ওইখানের বস রিকোয়েস্ট করেছিলো সব পিসি কন্ট্রোল নেওয়ার মত সিস্টেম বের করার জন্য। এবং কেউ যেন না জানে এই ব্যাপারটা।তারপর এটা নিয়ে কাজ করা শুরু করি। আর নিজেরও জানার আগ্রহ ছিলো।ছোটবেলা থেকেই যেকোন বিষয় নিয়ে গবেষণা করতে ভালো লাগতো।এখনও যেটাই ভালো লাগে সেটা নিয়ে কাজ করি।এভাবেই বলতে গেলে হ্যাকিং জগতে প্রবেশ হয়।
লাইফ স্টোরি : তখন আপনার বয়স কত ছিলো?
তৌহিদ : আমি আমার সব কিছুই ছোটবেলা থেকে করে আসছি।এখনও সেই বয়স হয় নাই আপনাকে বলার মত।
লাইফ স্টোরি : হ্যাকিং এর ক্ষেত্রে প্রোগ্রামিং এর প্রয়োজনীতা কতটুকু বলে আপনি মনে করেন.?
তৌহিদ :চিন্তার ব্যাপার। চিন্তা করে দেখিনি কখনও। আমি হ্যাকিং শিখে প্রোগ্রামিং শিখছি। কিন্তু প্রোগ্রামিং পারলে আপনি বুঝতে পারবেন কোন জায়গায় ঠিক কি হচ্ছে,কেনো হচ্ছে এবং কিভাবে সিকিউর করবেন।
লাইফস্টোরি : আপনি কোন কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখেছেন.?
তৌহিদ : php, mysql, javascript
লাইফস্টোরি : হ্যাকিং লাইফে আপনার সবচেয়ে বড় সাফল্য কি.?
তৌহিদ : ২০১৩ সালে বাংলাদেশের নাম করা দুইটা গ্রুপ হ্যাক করছিলাম। আর সবচেয়ে বড়কথা হচ্ছে একজনের আইডির Loging Approval বাইপাস করতে পেরেছিলাম। যেটা যেকোন ফেইসবুক আইডির সর্বোচ্চ নিরাপত্তা ব্যাবস্থা।
লাইফস্টোরি : ইথিক্যাল হ্যাকিং ভালো লাগে না অনৈতিক / বেআইনি হ্যাকিং ভালো লাগে.?
তৌহিদ : চিন্তার ব্যাপার...। সারা জীবন নিজের জন্য হ্যাকিং করেছি।টার্গেটেড সাইট নিয়ে কাজ করেছি।কারো খারাপ করি নাই কখনও তেমন
লাইফস্টোরি :হ্যাকিং লাইফে আপনার কখনও কি নিজেকে ব্যর্থ মনে হয়েছে.?
তৌহিদ :আমার জীবনে ব্যার্থতা বলতে কিছুই নেই। চেষ্টাই মানুষকে সব কিছু দিতে পারে। তিন বছর একটা ওয়েবসাইট টার্গেট করেছি হ্যাক করব বলে।তিন বছর পরে আমি success হয়েছি। আপনি চেষ্টা করেন।আপনার সাফল্য আপনাকে ছেড়ে কোথাও যাবে না
লাইফ স্টোরি :আচ্ছা যারা টাকার বিনিময়ে হ্যাকিং শিখায় আপনি তাদের কি বলবেন.?
তৌহিদ : এখানে খারাপের কিছু নাই। আপনি একটা বিদ্যা শিখেছেন অনেক কষ্ট করে। সেই জিনিসটা আপনি অন্যকে শিখাবেন।এরজন্য টাকা নেওয়া খারাপের কিছু না। কিন্তু কিছু মানুষ দেখা যায় বলে যে ফেইসবুক হ্যাকিং শিখাবো ১০০ টাকা।সেটা আলাদা ব্যাপার।যদি কারো কাছ থেকে কিছু শিখতে চান তাহলে ওই মানুষটাকে ফলো করুন।যদি মনে হয় ওই মানুষটার skill ভালো আছেন তাহলে শিখুন।
লাইফ স্টোরি : আচ্ছা হ্যাকারা যখন কোন সাইট টার্গেট করে তখন তারা ওই সাইটের কোন জিনিসটা খুজে বের করার চেষ্টা করে।
তৌহিদ :Vulnerability খুঁজে বের করা।
লাইফ স্টোরি :বাংলাদেশের হ্যাকিং গ্রুপগুলা সম্পর্কে আপনার অভিমত কি..?
তৌহিদ : ভালোই।খারাপ কিছু না।এক একজনের পিছনে এক একজন লেগে থাকলে ভালো আর কি বা হতে পারে।
লাইফ স্টোরি : আচ্ছা আপনার Education Background কি.?
তৌহিদ : পড়ালেখা কিছুই না। ক্লাস ৩ পর্যন্ত পড়ছি।এরপর আর পড়তে পারি নাই আব্বা মারা যাওয়ার কারণে।
লাইফ স্টোরি : ব্যাপারটা আসলেই দুঃখজনক। তো এখন আপনি কি করছেন.?
তৌহিদ :ঢাকায় CoderHand কোম্পানিতে সফটওয়্যার ইন্জিনিয়ার হিসেবে আছি। ২/৩ দিন পর আমার একটা Application রিলিজ হবে। চার লক্ষ টাকার প্রজেক্ট ছিলো।
ছয় মাস লেগেছে এটা শেষ করতে।
লাইফ স্টোরি : Application টার কাজ কি.?
তৌহিদ : এটা মেইনলি Neteller টাইপের একটা এপ। অনলাইন পেমেন্ট গেটওয়ে। তবে ফরেক্স সাইটের সাথে কানেক্টটেপ এপিই।
লাইফ স্টোরি : অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের সময় দেওয়ার জন্য।
ফেইসবুকে আমাদের সাইট ও গিকদের স্টোরি পেতে লাইক দিন আমাদের ফেসবুক পেইজে , আপনাদের কিছু জানার থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফেইসবুক পেইজ এর মাধ্যমে


wow....
ReplyDeleteকিছুই বলার নাই রে ভাই...
Hmm...
DeleteHmm...
Delete